রাম বসাক,শাহজাদপুর,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে নিজ ঘর থেকে আকাশ নামের ১৮বছর বয়সী ভ্যানচালকের এক কিশোরের হাত-পা বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। বুধবার (১৭ এপ্রিল) দুপুরে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের ৪ নং ওয়ার্ড শান্তিপুরে। নিহত আকাশ উক্ত গ্রামের আনিস বাবুর ছেলে। প্রায় একযুগ আগে মা-বাবার বিচ্ছেদের পর দিনমজুর মা জামেলা খাতুন এর সাথে সে ওই বাড়িতে বসবাস করত।প্রত্যক্ষদর্শী ছকিনা খাতুন জানান, দুপুর দেড়টার দিকে তারা জানালা দিয়ে উঁকি দিয়ে ঘরের মধ্যে আড়ার সাথে আকাশকে ঝুলতে দেখেন। পরে প্রতিবেশীরা দরজা ভেঙ্গে তার ঝুলন্ত লাশ নামিয়ে আনেন। এ সময় তার হাত কোমরের সাথে বাধা ছিল।উল্লেখ্য, ঘরটির দরজা ভেতর থেকে আটকানো থাকলেও একপাশে টিনের বেড়া কাটা অবস্থায় দেখা যায়।প্রতিবেশীরা আরও জানান, গতকাল নিহত আকাশ মায়ের সাথে ঝগড়া করে ঘরের টিভি সহ আসবাবপত্র ভাঙচুর করে। এর প্রেক্ষিতে তার মা তার উপর অভিমান করে বাবার বাড়ি চলে যান।
নিহত আকাশের মা জামেলা খাতুন দাবি করেন, তার ছেলেকে হত্যা করা হয়েছে। তিনি হত্যা কারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসেন।শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়না তদন্ত শেষে হত্যার সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।