কোম্পানীগঞ্জ প্রতিনিধি,সিলেটঃ সিলেট জেলা গোয়েন্দা শাখা কর্তৃক সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার সিলেট জেলার চোরাচালান প্রতিরোধ, মাদকদ্রব্য উদ্ধার, অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সুপার মহোদ্বয়ের নির্দেশনায় সিলেট জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, খুন, ধর্ষণ, পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ তথা সিলেট জেলা গোয়েন্দা শাখা সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনার ইকবাল হোসেন এর নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল অদ্য ০৭/০৬/২৪খ্রি. সকাল ১০.০০ ঘটিকার সময় সিলেট শহর হইতে কোম্পানীগঞ্জ থানার দীর্ঘদিনের সাজাপ্রাপ্ত পলাতক আসামী জালাল উদ্দিনকে গ্রেফতার করা হয়। তিনি কোম্পানীগঞ্জ থানার ডাকাতি কান্দি গ্রামের মৃত আব্দুল কাদির এর পুত্র। তিনি বিভিন্ন মামলায় সাজা পরোয়ানা সহ মোট ০৪ (চার)টি মামলার গ্রেফতারী পরোয়ানায় পুলিশি গ্রেফতার এড়াতে আত্বগোপনে ছিলেন। তাহার বিরুদ্বে সিলেট এর বিশ্বনাথ থানায় এফআইআর নং-২, তারিখ- ০৩ আগস্ট, ২০১৫;- ধারা- ২২(গ)/২৫, ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, এফআইআর নং-৯, তারিখ- ১৬ মে, ২০০৯; ধারা- ২৫B. ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন, এসএমপি এর জালালাবাদ থানার ,এফআইআর নং-০৫, তারিখ- ০৪ অক্টোবর, ২০১৩, ধারা- ২২(গ) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং এফআইআর নং-৯/১১৬, তারিখ-১৩ জুলাই, ২০১৭; ধারা-২২(গ)/২৫, ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন,এয়ারপোর্ট থানার এফআইআর নং-১৩/৪৭, তারিখ-১৬ ফেব্রুয়ারি, ২০২২;ধারা-৩৬(১) সারণির ২৪(খ)/৩৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮;এবং কোম্পানীগঞ্জ থানার এফআইআর নং-৪, তারিখ-১৯ ডিসেম্বর, ২০১৭; ধারা- ২২(গ) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলাগুলো বিজ্ঞ আদালতে চলমান আছে। তাহাকে একটি মামলায় দুই বছর সাজা সহ মোট চারটি গ্রেফতারি পরোয়ানায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান আছে।