রাম বসাক,শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি ঘটনা ঘটেছে।পৌর শহরের বাজার স্বর্নকার পট্টিতে ঐশী জুয়েলার নামক একটি দোকানে ১৫ ভরি স্বর্ন ও ৪০০ ভরি রুপার গহনাসহ প্রায় ২২ লাখ টাকা মুল্যের গহনা চুরির ঘটনা ঘটেছে।
প্রতিষ্ঠানটির মালিক রিন্টু কুমার পাল বলেন, বুধবার রাতে দোকান বন্ধ করে যাওয়ার পর দোকান দেখাশোনার দ্বায়িত্বে থাকা তার ভাগ্নে বৃহস্পতিবার সকালে দোকানে এসে দেখে দোকানের সাটার খোলা এবং দোকানে থাকা স্বর্নলংকার ও রুপার গহনা নেই।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে , বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে দোকানের সাটার খুলে একজন চোর দোকানে প্রবেশ করে স্বর্নলংকার ও রুপার গহনা চুরি করে নিয়ে যায় চোর।
দোকানের মালিক শ্রী রিন্টু কুমার পাল জানান, ৪০০ ভরি রুপা ও ১৫ ভরি স্বর্নালংকার চুরি করে নিয়ে গেছে যার আনুমানিক মুল্য ২২ লাখ টাকা।
সকালে বাজারের মধ্যে দুর্ধর্ষ চুরির ঘটনায় ব্যাবসায়ীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে এবং তাদের ব্যাবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে সংকিত হয়ে পড়েছে।এ ব্যপারের থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আসলাম আলী ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।