বিশেষ প্রতিনিধি পঞ্চগড়ঃ পঞ্চগড়ে সপ্তাহব্যাপী ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। শনিবার (৮ জুন) সকাল ১১টার সময় পঞ্চগড় সদর উপজেলা ভূমি অফিস চত্বরে জেলা প্রশাসক জহুরুল ইসলাম বেলুর উড়িয়ে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন। এতে স্থানীয়দের পাশাপাশি ১০টি ইউনিয়নের ভূমি সেবা গ্রহিতা ও ভূমি অফিসের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল কাদেরের সভাপতিত্বে এবং পঞ্চগড় সদরের সহকারী কমিশনার (ভূমি) মলিহা খানমের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান এএস শাহনেওয়াজ প্রধান শুভ, বীর মুক্তিযোদ্ধা এটিএম সারোয়ার হোসেন প্রমুখ ।
পরে ভারত- বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাই লাইন প্রকল্পে ক্ষতিগ্রহস্ত ৩৯ জন ব্যক্তির মাঝে সর্বমোট ৪৮ লাখ ৪১ হাজার টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক।