আনোয়ার হোসেন,কমলনগর প্রতিনিধি,লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে দিনব্যাপী ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার(১০ ডিসেম্বর-২০২৪) উপজেলা সভাকক্ষে উপজেলার ১২টি সমবায় সমিতির ২৫ জন সদস্যদের সমন্বয় স্থানীয় চাহিদার ভিত্তিতে সমিতির সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে দিন ব্যাপী বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
উপজেলা সমবায় অফিসার মো: হানিফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্ভোদন করেন,কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস ।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমবায় অফিসের পরিদর্শক মোছলে উদ্দিন ও প্রশিক্ষক শিল্পী আক্তার। এ ছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী পরিদর্শক নাজমুন্নাহার ও অফিস সহকারী কামরুন্নাহার।