নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের কোম্পানীগঞ্জে ২শ ৯০পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জনকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।১২ডিসেম্বর (বৃহস্পতিবার) দিবাগত রাত সাড়ে ৩টায় ৫নং উত্তর রণীখাই ইউনিয়নের বরমসিদ্ধিপুর এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। সে ওই ইউনিয়নের বিজয়পাড়ুয়া গ্রামের মঞ্জু মিয়া’র পুত্র ফয়েজ মিয়া (২৫)।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ থানার অফিসার ইনচার্জ উজায়ের আল মাহমুদ আদনান সত্যতা নিশ্চিত করে জানান। গোপন সংবাদের ভিত্তিতে ২শ’৯০ ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করা হয়েছে। এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) এর ২৪ (খ) ধারায় কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা হয়, মামলা নাম্বার -০৯।