মোঃ খলিলিুর রহমান,সাতক্ষীরাঃ সাতক্ষীরা শ্যামনগরে ইয়াবা সহ স্বামী, স্ত্রী ও পুত্র সহ ৪ ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
রোববার গভীর রাতে শ্যামনগর থানা পুলিশের অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করে। এসময় তাদের তল্লাশি করে ৬৭পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ দল।
আটককৃতরা হলেন, বংশীপুর গ্রামে শহিদ গাজীর ছেলে ফিরোজ গাজী, ইসরাফিল গাজী ও তার স্ত্রী রাবেয়া সুলতানা এবং দুই পুত্র ইসরাফির ও ফারুক হোসেন।
শ্যামনগর থানার ওসি সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ইয়াবা ব্যবসায়ীদের মাদক আইনে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।