বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ ১৪ই ডিসেম্বর শনিবার সকাল ১০ ঘটিকায় দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৪ পালন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় সভায় উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মীজ নাজিয়া নওরীন, উপজেলা বিএনপির সভাপতি মিয়া মোঃ শফিকুল ইসলাম, দিওড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শাহরিয়ার পারভেজ, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শফিকুল রহমান, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট মিয়া মোঃ শিরন আলম, বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক শাহ আলম মন্ডল, সাংবাদিক মাহমুদুল হক মানিক, সাংবাদিক নুর আলম, পলিপ্রয়াগ পুর ইউনিয়ন পরিষদের সদস্য মোজাম্মেল হক,
বৈষম্যের ছাত্র আনন্দোনের সমন্বয় তন্ময়, ছাহেবিন,রাসিন প্রমুখ।
আজকের আলোচনা সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন বলেন,
শহিদ বুদ্ধিজীবী দিবস দেশের স্বাধীনতা ও মুক্তিসংগ্রামের ইতিহাসের সবচেয়ে মর্মন্তুদ দিন। এ দিন ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বিজয়ের ঊষালগ্নে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হারানোর দুঃসহ বেদনার দিন।
বিজয়ের চূড়ান্ত মুহূর্তে বাঙালিকে মেধাশূন্য করার এ নৃশংস নিধনযজ্ঞ সেদিন গোটা জাতিসহ পুরো বিশ্বকেই হতবিহ্বল করে দিয়েছিল।
এসময় বিরামপুর উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, বিরামপুরের সকল বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন প্রিন্ট- ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ ও সুধী মন্ডলীবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।