শেখ মারুফ হোসেন,কালীগঞ্জ প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস।
শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার ডাকবাংলা মোড়স্থ কাকশিয়ালী নদীর তীরে অবস্থিত বধ্যভূমিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল, উপজেলা সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাসসহ উপজেলা প্রশাসন, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি হাফিজুর রহমান,কালিগঞ্জ থানা পুলিশ,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, উপজেলা জামাতের ইসলামী সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা ছাত্র সমনায়ক,উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ।
সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল এর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসাইনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, কালিগঞ্জ থানার ওসি হাফিজুর রহমান, চেয়ারম্যান বীর মোঃ আব্দুল হাকিম,উপজেলা বিএনপি’র সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু,উপজেলা জামাতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন,কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু,সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসেনে আরা খানম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা সহিদুর রহমান। সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম,ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক রাকিব হোসেন ও আমির হামজা সহ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক এসএম গোলাম ফারুক প্রমুখ।
এ সময় বক্তারা বলেন সকল বীর মুক্তিযোদ্ধাদের এবং সকল শহীদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে ও তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বলেন ১৯৭১ সালের সারা বছর ধরে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল এরপর ১৯৭১ সালে ১৪ ডিসেম্বর বিজয়ের পূর্ব মুহূর্তে বাঙালি জাতিকে চিরতরে পঙ্গু করে দেওয়ার জন্য এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়।