বোরহানউদ্দিন(ভোলা) প্রতিনিধিঃ ১৬ ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস ; বাঙালি জাতির এক গৌরবোজ্জ্বল দিন। এই দিনটিকে স্মরনে রাখতে, ভোলার বোরহানউদ্দিনে মহান বিজয় দিবস ২০২৪ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করেছে সকল স্তরের মানুষ।সুর্যোদয়ের সাথে সাথে সকল আধা-সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহে ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয় ।
সকাল ৬:৩১ মিনিটের সময় উপজেলা চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অপর্ন করেন, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বোরহানউদ্দিন পৌরসভা ,উপজেলা ও পৌর জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, বোরহানউদ্দিন থানা, উপজেলা ও পৌর যুবদল, সেচ্ছাসেবক দল,ছাত্রদল, আব্দুল জব্বার কলেজ, মহিলা কলেজ, উপজেলা প্রকৌশলী অফিস, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষক সমিতি প্রমূখ সহ বিভিন্ন সামাজিক সংগঠন।
সকাল ০৯:০০ ঘটিকায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন,
সকাল ০৯:৩০ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠান, দিনব্যাপী বিজয়মেলা।
১১:৩০ মিনিটে আলোচনা সভা বীরমুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
পরে বোরহানউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে সৃতিচারণ করে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধারা।
উপজেলা নির্বাহী অফিসার রায়হান উজ্জামান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি কর্মকর্তা মেহেদী হাসান, কৃষি অফিসার, শিক্ষা অফিসার, মুক্তিযোদ্ধা নুরুল আমিন মিয়া, বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিদ্দিকুর রহমান প্রমূখ সহ উপজেলা প্রশাসন কর্মকর্তা বৃন্দ এছাড়া উপজেলা বিএনপি ও জামায়াতের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া বাদ যোহর, শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত /মুক্তিযুদ্ধা/যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত /প্রার্থনা।
এছাড়া দুপুর ২ঃ০০ ঘটিকা হাসপাতাল, এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন ও বিকাল ৩ঃ০০ মিনিটে প্রীতি ফুটবল ম্যাচ:উপজেলা প্রশাসন বনাম পৌরসভা একাদশ এর আয়োজন করা হয়।