লিপন খান,কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসক এর আর্থিক সহায়তায় অক্সিজেন ফাউন্ডেশন ও স্টুডেন্ট এসোসিয়েশন এর উদ্যোগে কিশোরঞ্জ সরকারি গুরুদয়াল কলেজ ক্যাম্পাস ও শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন করা হয়। এই বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করেন কিশোরগঞ্জের মাননীয় জেলা প্রশাসক ফৌজিয়া খান ও পুলিশ সুপার হাছান চৌধুরী।ইতিমধ্যে এই ফাউন্ডেশন নিজ উদ্যেগে ও সমাজের বিভিন্ন জনের সহায়তায় নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে বৃক্ষ রোপন করে এবং এই ফাউন্ডেশনই গাছের গুলোর নিয়মিত পরিচর্যা করে থাকেন। মূলত এই ফাউন্ডেশনের মূল লক্ষ প্রচুর পরিমাণ গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করা ও একটি সবুজ-শীতল শহর গড়ে তোলা। আজ ১৬ ডিসেম্বর বৃক্ষ রোপন কর্মসূচিতে অক্সিজেন ফাউন্ডেশন ও স্টুডেন্ট এসোসিয়েশন এর সকল সদস্যবৃন্দ ও সূধিজন উপস্থিত ছিলেন।