আরিফুজ্জামান চাকলাদারঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ ডিসেম্বর ) সকাল ১০ টায় উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের চরনারানদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে save (সেভ) সংগঠন নামে এক সেচ্ছাসেবী সামাজিক সংগঠনের আয়োজন করা হয়।
সেভ সংগঠনের পরিচালনা কমিটির চিফ টিম ডিরেক্টর আসিফ সিকদার ও শেখ তারিকুল ইসলাম জানান, সেভ সংগঠনের আয়োজননে মানবতা ফাউন্ডেশনের সহযোগিতায়। হেল্থ এন্ড ফুড টিমের সাব্বির খান কে প্রধান করে সকল টিমের সমন্বয়ে সকল সদস্যের ঐকান্তিক প্রচেষ্টায় এই কর্মসূচি সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন অধ্যাপক ডা. শাহ আলম সরদার। বক্তব্য রাখেন চরনারানদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারিকুল ইসলাম, সহকারী শিক্ষক শাহনেওয়াজ সিকদার রিপন, সিনিয়র শিক্ষক মোঃ ইয়াসিন মোল্লা, সিনিয়র শিক্ষক রুপক কুমার মিত্র।
চরনরানদিয়া সরকারি প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হিটলার রহমান খান। এসময় সেভ সংগঠনের বোর্ড মেম্বারা উপস্থিত ছিলেন।