পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এ স্লোগানে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক আলোচনা করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ, কে, এম, নূর হোসেন নির্ঝর। তিনি তার বক্তব্যে বলেন যুবকদের স্বাবলম্বী হওয়ার জন্য কর্মমুখী প্রশিক্ষন গ্রহণ করতে হবে। আত্মকর্মী থেকে উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়েতে হবে। সে সাথে সামাজিক কাজে সক্রিয় ভূমিকা রাখার উপর এবং যুবদের সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.টি.এম গোলাম মাহবুব, উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, রাজশাহী। সভাপতিত্ব করেছেন মোঃ রুহুল আমিন, উপজেলা যুব উন্নয়ন অফিসার, পুঠিয়া, রাজশাহী।
স্বাবলম্বী করতে আত্নকর্মসংস্হানের লক্ষে প্রশিক্ষনার্থীদের দক্ষ করে গড়ে তোলতে যুব উন্নয়ন পুঠিয়া উপজেলার নেতৃত্বে অত্র উপজেলায় বেকার যুব ও যুবনারীদের আত্নকর্মসংস্হানের লক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।