পঞ্চগড় প্রতিনিধিঃ মাসব্যাপী তারুণ্য উৎসবের অংশ হিসেবে পঞ্চগড়ে অনুষ্ঠিত হলো দু’দিনব্যাপী কারাতে প্রতিযোগিতা। পঞ্চগড় স্টেডিয়ামে বৃহস্পতিবার ও শুক্রবার সকাল থেকে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় জেলার ২৩টি ইউনিয়ন থেকে প্রায় আড়াই শতাধিক শিশু-কিশোর অংশগ্রহণ করে। জেলা প্রশাসক মো; সাবেত আলী এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রথমবারের মতো পঞ্চগড়ে কারাতে প্রতিযোগিতা আয়োজিত হওয়ায় প্রতিযোগীরা অত্যন্ত আনন্দিত। প্রতিযোগিতার আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।