মোঃ আবুল হাসানঃ দোয়া ও আলোচনার মধ্যদিয়ে ভোলায় দৈনিক সংগ্রাম পত্রিকার ৫০ বছর সুবর্ণজয়ন্তী পালন করা হয়ে। গতকাল (১৭ জানুয়ারি)শুক্রবার সকাল ১১ ঘটিকার সময় ভোলা প্রেসক্লাব হলরুমে এ সুবর্ণজয়ন্তী পালন করা হয়। সাহসী কণ্ঠের সম্পাদক আরিফুল হকের পবিত্র কুরআন তেলওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। শুরুতে দৈনিক সংগ্রাম পত্রিকার ভোলা প্রতিনিধি মোঃ আবদুর রহমান (হেলাল) এর শুভেচ্ছা বক্তব্যে ও মোঃ আনোয়ার হোসেন এর সঞ্চালনায় দৈনিক আজকের ভোলা পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকত হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির মাস্টার জাকির হোসাইন, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) এর জেলা সভাপতি আমিরুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক মোহতাসিন বিল্লাহ, জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশিদ, সিনিয়র সাংবাদিক এডভোকেট ড.আমিরুল ইসলাম বাসেদ, নাজিউর রহমান কলেজের অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন, সিনিয়র সাংবাদিক ও ইনকিলাব পত্রিকার সাবেক প্রতিনিধি এমএ বারেক,
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, সিনিয়র সহ-সভাপতি রবিন চৌধুরী।
বক্তারা বলেন, দৈনিক সংগ্রাম পত্রিকাটি দীর্ঘদিন ধরে নির্যাতিত, নিপিরিত গণমানুষের সুখদুঃখের কথা তুলে ধরে সুনামের সাথে মানুষের পাশে ছিলো, বিভিন্ন রাজনৈতিক প্রতিকুলতার মধ্যে সংগ্রাম করে বেঁচে ছিলো পত্রিকাটি, আগামীতে আবার সংবাদের মাধ্যমে মানুষের মন জয় করবে। বক্তরা আরো বলেন ভোলায় পর্যাপ্ত গ্যাস রয়েছে কিন্তু সেই তুলনায় কোন কল কারখানা নেই, একটি বিশ্ববিদ্যালয় নেই, মেডিকেল কলেজ নেই। দৈনিক সংগ্রাম পত্রিকায় মধ্যমে বিষয়গুলো তুলে ধরার জন্য দৈনিক সংগ্রাম পত্রিকার ভোলা প্রতিনিধির মধ্যমে সম্পাদক ও বার্তা বিভাগের কাছে অনুরোধ জানিয়েছেন।
অন্যান্যতের মধ্যে বক্তব্য রাখেন, কালবেলা পত্রিকার প্রতিনিধি ওমর ফারুক, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর প্রতিনিধি আল আমিন শাহরিয়ার, আমার দেশ পত্রিকার প্রতিনিধি ইউনুস শরিফ, একুশে টিভির প্রতিনিধি মেজবা উদ্দিন শিপু, ইসলামি টিভির প্রতিনিধি মোঃ সুলায়মান, ডিবিসি টিভির প্রতিনিধি এইচ এম জাকির, মানবজমিন পত্রিকার প্রতিনিধি এডভোকেট মনিরুল ইসলাম, এসএ টিভির প্রতিনিধি মোঃ বিল্লাল হোসেন, ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি ইমাম হোসেন নাহিদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি ইসমাইল হোসেন মনির, মোহনা ডায়াগনস্টিক এর পরিচালক জামাল উদ্দিনসহ সাংবাদিক সুমন, শরিফ ও আদর্শ একাডেমির সহকারী শিক্ষক জাবেদ মাহমুদ ফিরোজ শুভেচ্ছা বক্তব্য রাখেন।
এসময় বিভিন্ন সাংবাদিক, সমাজসেবী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।