বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে ‘এ জে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস লিমিটেডে’ অভিযান চালিয়ে অর্ধকোটি টাকার যৌন উত্তেজক সিরাপসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিরি) অধিনায়ক লেঃ কর্নেল এ বি এম জাহিদুল করিম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বিরামপুর ‘এ জে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস লিমিটেডে’ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন এর নেতৃত্বে ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবির বিরামপুর বিশেষ ক্যাম্প ও বিরামপুর থানার সমন্বয়ে বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে ৩১ হাজার ২১২ বোতল যৌন উত্তেজক সিরাপসহ একজনকে আটক করেছে বিজিবি। জব্দকৃত যৌন উত্তেজক সিরাপের আনুমানিক মূল্য ৪৭ লাখ ২৫ হাজার ৮২০ টাকা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পাবনা জেলা থেকে ‘এ জে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস লিমিটেডের’ মাধ্যমে বিক্রয়নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপের চালান বিরামপুরে আসছে এমন সংবাদ পায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিরি) বিরামপুর বিশেষ ক্যাম্প।
বৃহস্পতিবার বিকেলে ক্যাম্পের কমান্ডার হাবিলদার মর্তুজা শাহিনের নেতৃত্বে বিজিবির একটি দল পৌর শহরের পল্লবী রোডে ওই কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে অভিযান চালায়। এ সময় বিজিবির সদস্যরা কার্যালয় থেকে যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করে। পরে বিজিবির পক্ষ থেকে উপজেলা প্রশাসনকে খবর দিলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন ঘটনাস্থলে যান। বিক্রয়নিষিদ্ধ এসব পণ্য বাজারজাত করার দায়ে পণ্যের কোম্পানির মার্কেটিং প্রতিনিধি আক্তারুজ্জামানকে (৩২) এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বিরামপুরের ‘এ জে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস লিমিটেড’ কে সিলগালা করে দেওয়া হয়েছে।
কারাদণ্ড পাওয়া আক্তারুজ্জামান জেলার নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের পাকুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি ‘পাবনা ফুড অ্যান্ড বেভারেজ’ নামে একটি কোম্পানির আঞ্চলিক ব্যবস্থাপক।