মাসুম বিল্লাহ,বগুড়াঃ দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৩৭ কেজি গাঁজা উদ্ধার করেছে বগুড়া হাইওয়ে পুলিশ রিজিয়নের শেরপুর পুলিশ ক্যাম্প। আজ সোমবার সকাল ৬টার দিকে শেরপুর উপজেলার ছোনকা বাজার এলাকা থেকে এই মাদকদ্রব্য উদ্ধার করেন তারা।
মাদকদ্রব্য উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আজিজুল ইসলাম।
তিনি জানান, সোমবার ভোরে বগুড়া রিজিয়ন হাইওয়ে পুলিশ সুপার (অতি. ডিআইজ পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. শহিদ উল্ল্যাহ স্যারের নির্দেশে মহাসড়কে মাদক ও চোরা-চালান বন্ধে অভিযান চলছিল। অভিযান চলাকালীন শিক্ষা্নবিশ সার্জেন্ট মো. সাইফুল ইসলাম বগুড়া-ঢাকা মহাসড়কের ছনকা বাজারের দক্ষিণে একটি পাম্পের সামনে অবস্থানকালীন দ্রুতগামী একটি মোটরসাইকেল; যার রেজি নং-রংপুর-হ-১২-৭৭৪৪ দ্রুত বেগে আসা দেখে থামানোর সংকেত দেন। মোটরসাইকেল চালক হাইওয়ে পুলিশের ট্রাফিক সংকেত অমান্য করে যাওয়ার সময় পাম্প পার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাম দিকে পড়ে যায়। তাৎক্ষনিকভাবে পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে। তাদের উদ্ধার করতে গেলে তাদের কাছে তিনটি ব্যাগের ভেতরে খাকি কাপড়ের ওপরে সাদা কচ টেপ দিয়ে মোড়ানো তিনটি গাঁজা ভর্তি পোটলা; যার মোট ওজন ৩৭ কেজি উদ্ধার করে জব্দ তালিকামূলে জব্দ করা হয়।
ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আজিজুল ইসলাম আরো বলেন, দুই মাদক ব্যবসায়ী মটরসাইকেল থেকে পড়ে গিয়ে আহত হওয়ায় তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের অনুরোধে ও নিরাপত্তার স্বার্থে নিকটবর্তী সিএমএইচ এ ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সেখানে তাদেরকে জিজ্ঞাসাবাদে মটরসাইকেল চালক ও তার পেছনে থাকা আরোহীর পরিচয় জানা গেছে। মাদক ব্যবসায়ী দুজনের মধ্যে একজন মটরসাইকেল চালকের নাম মো. জুয়েলার রহমান (৪২); পিতা: মো. মোজাম্মেল হক; গ্রাম-গোকুন্ডা কাচাড়ি পাড়া; থানা: লালমনিরহাট সদর, জেলা: লালমনিরহাট এবং অন্যজন মটরসাইকেল আরোহীর নাম মো. রবিউল (২৮) পিতা: রজু মিয়া ওরফে ওজু, গ্রাম: ছিনাই বড়গ্রাম, থানা: রাজারহাট, জেলা: কুড়িগ্রাম। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর অধীন মামলা রুজু প্রক্রিয়াধীন।