মোঃ সিফাত হোসেন,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ প্রতিপাদ্যের পটুয়াখালীর দুমকি টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজের আয়োজনে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে এক পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
সোমবার (২০ জানুয়ারি) বেলা ১২টায় কলেজ অডিটরিয়ামে অধ্যক্ষ মোঃ জামাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দুমকি উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর শহিদুল হাসান শাহীন, বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধা, সরকারি জনতা কলেজের অধ্যাপক শহিদুল ইসলাম, দক্ষিণ বঙ্গ কারিগরি কৃষি ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আঃ জব্বার হাওলাদার প্রমুখ। এসময় কলেজের ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্রীরা উপস্থিত ছিলেন। পিঠা উৎসব অনুষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী ও শিক্ষক কর্মচারীদের হাড়ি ভাঙ্গা, বল হস্তান্তরসহ বিভিন্ন খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ।