মোঃ সাহিদুল ইসলাম,নীলফামারী প্রতিনিধিঃ “জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবে বিশ্বময়” এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুই দিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার (২০ জানুয়ারী) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার আলহাজ্ব মোবারক হোসেন অনির্বাণ বিদ্যাতীর্থ বহুমুখী বিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুমী বেগম,সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আনোয়ারুল কবির,উপজেলা সমাজসেবা অফিসার কামরুজ্জামান,উপ-প্রশাসনিক কর্মকর্তা হরিপদ রায়, প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকন,প্রভাষক নির্মল রায় প্রমূখ। মেলায় উপজেলার ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠান ও তাদের ক্ষুদে বিজ্ঞানী/শিক্ষার্থীরা অংশ নেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির জগতে বৈপ্লবিক পরিবর্তন আনবে এ বিজ্ঞান মেলা। বিশেষ করে তরুণ সমাজকে জ্ঞান চর্চায় উদ্বুদ্ধ এবং তাদের উদ্ভাবনী ক্ষমতাকে বিকশিত করার অপূর্ব সুযোগ এ মেলা।এই মেলা থেকে শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজেদেরকে তৈরি করতে স্বপ্ন দেখবে।