মাসুম বিল্লাহ,বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক আব্দুর রাজ্জাক(৩৭) নামের একজন নিহত হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় ভবানীপুর ইউনিয়নের ঘোগা বটতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নিহত আব্দুর রাজ্জাক গাড়িদহ ইউনিয়নের বনমরিচা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
জানা যায়, আব্দুর রাজ্জাক প্রয়োজনীয় কাজের জন্য চান্দাইকোনা যায়। কাজ শেষ করে বনমরিচা বাড়ির দিকে আসার সময় ঘোগা বটতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আব্দুর রাজ্জাক নিহত হয়। অন্যদিকে, গাড়িদহ ইউনিয়নের মহিপুর এলাকায় দ্রুতগামী একটি কোচ পায়ে চালিত ভ্যান কে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ভ্যান চালক গুরুতর আহত হলে শেরপুর ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়। শেরপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর নাদির হোসেন জানান, সকালে মহিপুর ডেইরি ফার্ম এর সামনে একটি ভ্যান চালককে চাপা দিলে সে আহত হয় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সজিমেকে পাঠানো হয়েছে। এবং নিহত মোটরসাইকেল চালককে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের নিকট হস্তান্তর করেছে। এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ একেএম বানিউল আনাম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাইভেটকার ও মোটরসাইকেল দুইটি তাদের হেফাজতে রয়েছে। লাশ পরিবারের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।