পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ে বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে শহীদ বৃদ্ধিজীবী দিবস উদযাপিত হয়। দিবসের শুরুতে সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়। এর পর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ ও বদ্ধভুমিতে পুস্পস্তবক অর্পন করা হয়। পঞ্চগড় জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,বীরমুক্তিযোদ্ধা,বাংলাদেশ আওয়ামী লীগ,জেলা পরিষদ,পঞ্চগড় পৌরসভাসহ বিভিন্ন সরকারি দপ্তর,প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পুস্পস্তবক অর্পন করার পর জেলা প্রশাসক মো.জহুরুল ইসলামের নেতৃত্বে এক শোক র্যালী রেব করা হয়। পরে জেলা প্রশাসক মো.জহুরুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী,জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদত সম্রার্ট,পঞ্চগড় পেীরসভার মেয়র জাকিয়া খাতুন বক্তব্য রাখেন।