মহান বিজয় দিবস পালন ।
মোঃ মজিবর রহমান শেখ,,
নানা আয়োজনে ঠাকুরগাঁও জেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন ২০২১ পালন করা হয়েছে।
সুর্যদয়ের সাথে সাথে সকল সরকারি বে-সরকারি ভবনে জাতিয় প্রতাকা উত্তোলন করা হয়, এবং অপরাজেয় ৭১ প্রাঙ্গণে বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে ৫০টি তোপধ্ধনিতে মুখরিত হয় অপরাজেয় ৭১ প্রাঙ্গণ।
প্রথমে পানি সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং ঠাকুুরগাঁও- ১ আসনের সংসদ সদস্য- রমেশ চন্দ্র সেন এমপি, অপরাজেয় ৭১ য়ে পুস্পস্তবক অর্পণ করেন- পরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান , ঠাকুরগাঁও পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর হোসেন , ঠাকুরগাঁও জেলা বীর মুক্তিযুদ্ধা কমান্ডার বদেরুজ্জামান বদর, জেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান, সদর উপজেলার বীর মুক্তিযুদ্ধা কমান্ডার সুবোধ চন্দ্র রায়, পুস্পস্তবক অর্পণ করেন। এর পরে একে একে ঠাকুরগাঁও বিটিভি উপকেন্দ্র সহ জেলার বিভিন্ন সরকারি বে-সরকারি অফিস ও সাধারণ জনগণ এবং বিভিন্ন সংগঠন গুলো পুস্পস্তবক অর্পণ করেন।
পুস্পস্তবক অর্পনের পরে বিজয় র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ।
মোঃ মজিবর রহমান শেখ