
ইয়াছির আরাফাত
স্টাফ রিপোর্টার:-
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক ফোরামের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় ইনস্টিটিউটের মেধা চত্বরে আয়োজিত এই সভায় সংগঠনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন ফোরামের আহ্বায়ক সাজ্জাদুর রহমান সিহাব, যুগ্ম-আহ্বায়ক মাহিন আহম্মেদ উদয়, যুগ্ম-আহ্বায়ক ইয়াছির আরাফাত, সদস্য সচিব মিজানুর রহমান, সদস্য নাফিজুল করিম, সদস্য মিরাজ তালুকদার, সদস্য সুমি আক্তার, মোরসালিন মোহাম্মদ সানজিদ, তালহা আব্দুল্লাহ তামিমসহ অন্যান্য সদস্যরা।
আলোচনায় সাংবাদিকতার নৈতিকতা, ক্যাম্পাসের সংবাদ সংগ্রহে স্বচ্ছতা ও সক্রিয়তা বাড়ানো, শিক্ষার্থীদের সমস্যা তুলে ধরা এবং ফোরামকে আরও গতিশীল করার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।