বাংলাদেশের জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে র্যাব ও পুলিশের কাউন্টার টেরোরিসমসহ অন্যান্য শাখার সফলতা ও সক্ষমতার প্রশংসা করে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের গত বৃহস্পতিবারের প্রতিবেদনকে প্রকৃত ও যথার্থ মূল্যায়ন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ শনিবার সন্ধ্যায় বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ বেতার কর্তৃক আয়োজিত আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী তার বক্তব্যে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এ প্রতিবেদনকে স্বাগত জানাই। প্রকৃতপক্ষে মার্কিন পররাষ্ট্র দপ্তর সঠিক চিত্রটিই তুলে ধরেছে তাদের এ প্রতিবেদনে। কারণ বাংলাদেশ র্যাব, পুলিশসহ পুলিশের বিভিন্ন শাখার সাহসী ও দুঃসাহসিক ভূমিকা এবং তৎপরতার কারণেই দেশের সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের মতো ঘটনা কমে গেছে।
বিশ্বের অনেক উন্নত দেশের তুলনায় জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে আমরা বেশি সফল উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনেই তা প্রতীয়মান। যেখানে তারা উল্লেখ করেছে ২০২০ সালে বাংলাদেশে মাত্র তিনটি সন্ত্রাসবাদের ঘটনা ঘটেছে যাতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি আরো বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের বন্ধু প্রতীম রাষ্ট্র।দেশে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমনে আমাদের সাথে তাদের(যুক্তরাষ্ট্র) টেকনিক্যাল সহযোগিতা রয়েছে, যা অদূর ভবিষ্যতে আরো জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করছি।