মোঃ খলিলুর রহমান সাতক্ষীরা ::
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) তলুইগাছা বিওপি টহল কমান্ডার নং ৭৮৮৬০ ল্যাঃ নায়েক মোঃ ডালিম মিয়া এর নেতৃত্বে আজ ২০ ডিসেম্বর ১১ টার সময় অবৈধ অস্ত্র উদ্ধার করেছে।পরিত্যক্ত অবস্থায় ১ টি পিস্তল ও ১ রাউন্ড গুলি উদ্ধার করে। অভিযান চালিয়ে মেইন পিলার ১৩/৩ এস এর ৩ আরবি হতে আনুমানিক ২.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ২ কিলোমিটার অদুর থেকে এ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।এ ছাঁড়া কেঁড়াগাছী ক্লিনিক মোড় থেকে হাবিলদার কাওছার আলীর নেতৃত্বে একটি হোন্ডা মোটরসাইকেল তল্লাসি করে ২ জন আরোহী শরীরে সেট করা অবস্থায় ২ কেজি ৫০০ গ্রাম ভারতীয় রুপার গহনা উদ্ধার করে।এ যাঁদের আটক করা হয় তাঁরা হলো কেঁড়াগাছী গ্রামের মৃত সিরাজুল গাজীর পুত্র আরিফুল ইসলাম( ১৬) ও একই গ্রামের জাহা্ঙ্গীর গাজীর পুত্র শহীদ হাসান (১৮)।তাঁদের ব্যবহার করা হোন্ডা সহ চোরাচালানীর মামলায় কলারোয়া থানায় সোপর্দ করা হয় বলে নিশ্চিত ক্যম্প কমান্ডার নায়েব সুবেদা আ ফ ম ওসমানী।