এস এম ফারুক আহমেদ,
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ-
টাঙ্গাইলের সখীপুরে গতকাল ২৩ ডিসেম্বর বাদ মাগরিব পৌরসভার ৬ নং ওয়ার্ডে নিউ স্টার ক্লাবের নতুন ভবনের শুভ উদ্বোধন করা হয়। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সখীপুর পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সখীপুর থানার অফিসার ইনচার্জ এ. কে. সাইদুল হক ভুইয়া, এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সখীপুর শহর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আহাম্মদ আলী, সখীপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর সাজ্জাত হোসেন, সখীপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম রফিক, নিউ স্টার ক্লাবের সভাপতি সুমন খান ও সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ সহ এলাকার সম্মানিত ব্যক্তি বর্গ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার চিত্রের শিকারী বলেন, এখানে অনেক প্রবীণ লোক আছে তাদের উপস্থিতি এই তথ্য দেয় যে, এই ক্লাবের কর্মকান্ড ভালো।ভালোর সাথে আছে বলেই প্রবীণরা আছে। নবীনরা প্রবীণদের কাছ থেকে উৎসাহ পায়। সুদীর্ঘ একটা ইতিহাস আছে বলেই এই ক্লাব দীর্ঘ সময় ধরে চলছে। ভালোর সাথে আছে বলেই ক্লাবটি চলতে পারছে। সখীপুরের ক্লাবগুলো অন্যান্য উপজেলার ক্লাবের মত নয়। বিভিন্ন ক্লাবের মাধ্যমে এত দৃশ্যমান কাজের কথা আমরা জানতে পারি । এইখানে সৃষ্টি সংঘ ক্লাবের মাধ্যমে স্কুল- কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়েও চিন্তা করে এই ক্লাবগুলো। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যুগের পর যুগ আমাদের সমাজে শিক্ষার আলো ছড়াবে। তিনি আরও বলেন, জাতির পিতা আমাদের যে উপদেশ দিয়েছেন সোনার দেশের সোনার মানুষ হতে হবে। আমাদের ক্লাবগুলোর অনেক দায়িত্ব রয়েছে। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধারা তাদের জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন।স্বাধীনতার ৫০ বছর পরে এসেও সেই ধর্মনিরপেক্ষতার কথা বলতে পারিনা। আমরা নারী স্বাধীনতার কথা বলতে পারি না। সব সময় অন্ন পাবে, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হবে এ কথাটা বলতে পারিনা । তিনি আরও বলেন, ১৯৫২ সালে আমাদের ছাত্র সমাজ ভাষার দাবিতে প্রাণ দিয়েছে। আর আজ আমাদের ছাত্র সমাজ এখন তাদের সহপাঠীকে মেরে ফেলে। যারা ক্লাবের তরুণ প্রজন্ম আছে আমি তাদের বলব আমাদের তরুণদের নিয়ে বসতে হবে এবং তাদের বই পড়তে উৎসাহিত করতে হবে।
উদ্বোধকের বক্তব্য সখীপুর থানার অফিসার ইনচার্জ এ.কে. সাইদুল হক ভূঁইয়া বলেন, বীর মুক্তিযোদ্ধারা যেখানে আছেন সেখানে কোনো অনৈতিক কাজ হতে পারে না। বীর মুক্তিযোদ্ধাদের জন্যই আজ আমরা স্বাধীন দেশে আছি। সখীপুরের মানুষকে ভালো রাখার জন্য যা যা করা দরকার তা আমি করব। যে কোনো ধরণের ভালো কাজে আমি আপনাদের পাশে আছি এবং যে কোন ধরনের খারাপ কাজে তা প্রতিরোধ করতে আমি আপনাদের পাশে আছি। আপনারা আমাকে সহযোগিতা করেন এবং আমি আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব। আমি চাই সখীপুরের মানুষ ভালো থাকুক। সখীপুরের কোথাও কোন মাদক থাকবেনা, ইভটিজিং থাকবেনা, বাল্যবিয়ে থাকবে না। যে কোন অনৈতিক কাজের বিরুদ্ধে আপনারা যুবসমাজ এগিয়ে আসুন।