

মোঃ সোলায়মান হোসাইন সোহান কাশিমপুর থানা প্রতিনিধিঃ গাজীপুরের কাশিমপুরে বসতবাড়ির মাটির দেয়াল ধ্বসে পরে তমিজ উদ্দিন (৬০) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে পাঁচটার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুরের ৩নং ওয়ার্ডের গোবিন্দবাড়ী দেওয়ানপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তমিজ উদ্দিন গাজীপুর মহানগর কাশিমপুর থানার গোবিন্দবাড়ী দেওয়ানপাড়া এলাকার নবেছ দেওয়ানের বড় ছেলে।
জানা যায়, নিহত তমিজ উদ্দিন দীর্ঘদিন যাবত তাদের বসতবাড়ির মাটির ঘরের ভিতরে বসবাস করে আসছিলেন। এমন সময় গতকাল সোমবার সকালে তার মা প্রতিদিনের মতো তিন বেলার খাবার একসাথে দিয়ে চলে আসেন। কিন্তু আজ মঙ্গলবার সকালে নিহত তমিজ উদ্দিনকে খাবার দিতে গেলে তার মা দেখতে পান বাড়ীর পিছনের বেশ কিছু অংশের মাটির দেয়াল ঘরের ভিতরে চাপা পড়ে আছে। এসময় তার ডাক চিৎকারে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে সকলের সহযোগিতায় মাটির নিচে চাপা পড়া তমিজ উদ্দিন নামের ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু দায়ের করা হবে বলে জানান তিনি।