

বাধ্যতামূলক মধ্যস্থতার বিধান: বিচার ব্যবস্থায় নতুন অধ্যায়ের সূচনা # বুধবার সিলেটে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন দুই উপদেষ্টা ড: আসিফ নজরুল ও সৈয়দা রিজওয়ানা হাসান # বৃহস্পতিবার থেকে দেশের ১২ জেলায় কার্যকর আইনগত সহায়তা সম্প্রসারণ ও গতিশীল করার লক্ষ্যে চলতি বছরের ১লা জুলাই আইনগত সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ জারি করা হয়। এর ধারাবাহিকতায় আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সিলেটে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার নির্বাহী পরিচালক (সিনিয়র জেলা জজ) শেখ আশফাকুর রহমানের উপস্থিতিতে এ অধ্যাদেশ কার্যকরের উদ্বোধন হবে। আগামীকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) পূর্বাহ্ন হতে প্রাথমিকভাবে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, ফরিদপুর, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, সাতক্ষীরা, কুষ্টিয়া, কুমিল্লা, নোয়াখালী ও রাঙামাটি- এ ১২ (বার) টি জেলায় এ বিধান কার্যকর হবে। এ অধ্যাদেশ কার্যকরের মাধ্যমে সরকার তফসিলভুক্ত পারিবারিক বিরোধ আইন, ২০২৩ এ অন্তর্ভূক্ত বিরোধ, বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১ এ উল্লিখিত বিরোধ, সহকারী জজ আদালতের এখতিয়ারভুক্ত বণ্টণ সম্পর্কিত বিরোধ, অগ্রক্রয় সম্পর্কিত বিরোধ, পিতামাতার ভরণপোষণ সম্পর্কিত বিরোধ, যৌতুক নিরোধ আইন, ২০১৮ এ বর্ণিত যৌতুক সম্পর্কিত অভিযোগ এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এ বর্ণিত যৌতুকের জন্য নির্যাতন সম্পর্কিত অভিযোগের বিষয়ে আদালতে মামলা দায়েরের পূর্বে মধ্যস্থতার বিধান বাধ্যতামূলক করেছে। জেলা লিগ্যাল এইড অফিসে লিগ্যাল এইড অফিসারের মাধ্যমে এ মধ্যস্থতা কার্যক্রম পরিচালিত হবে। এছাড়া স্পেশাল মেডিয়েটর হিসেবে জেলা লিগ্যাল এইড অফিসে অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা জজদের পদায়নের বিধান রাখা হয়েছে। এ অধ্যাদেশ কার্যকর হলে কেবল মধ্যস্থতা প্রক্রিয়া ব্যর্থ হলেই পক্ষগণ আদালতে মামলা দায়ের করতে পারবেন। অধ্যাদেশে বিরোধীয় পক্ষগণ কতৃক স্বাক্ষরকৃত এবং চীফ লিগ্যাল এইড অফিসার কর্তৃক সত্যায়িত মধ্যস্থতা চুক্তি চূড়ান্ত, বলবৎযোগ্য এবং পক্ষগণের উপর বাধ্যবাধকতার বিধান রাখা হয়েছে। শুধু তাই নয়, মধ্যস্থতা প্রক্রিয়ায় সম্পাদিত চুক্তিকে আদালতের চূড়ান্ত আদেশের মর্যাদা দেয়া হয়েছে এবং আদালতের মাধ্যমে আদেশ জারি করার ব্যবস্থা রাখা হয়েছে।