মাসুম বিল্লাহ, বগুড়া জেলা প্রতিনিধি,
বগুড়া শেরপুর উপজেলার চক কল্যাণী গ্রামের জিন্নাহ’র (৬২) বিরুদ্ধে ভেড়ার সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত হওয়ার অভিযোগ উঠেছে। এবং তার ছেলে রুবেলের বিরুদ্ধে একই গ্রামের গৃহবধূকে পালিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
চক কল্যাণী গ্রামের আছমত আলী গত শুক্রবার দুপুর দিকে বাড়ির অদূড়ে ভেড়াকে ঘাস খাওয়া জন্য বেধে রেখে আসে। পরে তার স্ত্রী ভেড়া গুলো দেখতে যান। ভেড়াগুলো নির্দিষ্ট স্থানে পায়না।
পরে পাশেই একটি পুকুরে ভেড়ার চিৎকার শুনতে পায়, সেখানে গিয়ে দেখতে পায় তার ভেড়ার সাথে অনৈতিক কাজে লিপ্ত জিন্নাহকে। আমার স্ত্রীকে দেখা মাত্র ভেড়াকে ছেড়ে দিয়ে জিন্নাহ পালিয়ে যায়।
এ ঘটনায় প্রথমে গ্রামের ইউপি সদস্য সহ গ্রাম্য মাতব্বরদের কাছে বিচার চাই। কিন্তু আসমতের পরিবারের লোকজনের উপর তারা ক্ষিপ্ত হয়ে জীবন নাশের হুমকি দেয়। পরে আমি বাদী হয়ে থানায় অভিযোগ দেই।
অন্যদিকে, ৬ ডিসেম্বর চক কল্যাণী গ্রামে জিন্নাহরই ছেলে রুবেল হোসেন একই গ্রামের আবু তালেবের স্ত্রীকে নিয়ে পালিয়ে যায়। পরে মেয়ের বাবা সাইফুল ইসলাম বাদী হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, বাবা ভেড়ার সাথে অনৈতিক কাজে লিপ্ত এবং ছেলে গৃহবধূকে পালিয়ে নিয়ে যাওয়াই এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে
এ ব্যাপারে শেরপুর থানার এসআই তন্ময় কুমার বর্মন জানান, এ বিষয়ে আমি শুনেছি এখন পর্যন্ত অভিযোগ পাই নাই বিকেলে ওই এলাকা থেকে আমাকে ফোন দিয়ে জানানো হয়েছে।