শেরপুরে পৌর জামায়াতে উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


মাসুম বিল্লাহ, বগুড়াঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর পৌর শাখার উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার (১৮ মার্চ) বিকাল চারটায় শেরপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে পৌর জামায়াতের সেক্রেটারি মোঃ হেদায়েতুল ইসলাম এর সঞ্চালনায় ও পৌর জামায়াতের আমির কৃষিবিদ মোঃ আব্দুল খালেক এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মোঃ আব্দুল হক। উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা মোঃ মানছুরুর রহমান , জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য শেরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুল হালিম ও শেরপুর উপজেলা জামায়াতের আমীর বগুড়া -৫ শেরপুর – ধুনট নির্বাচনী এলাকার সংসদ সদস্য পদপ্রার্থী শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মাওলানা মোঃ দবিবুর রহমান। আরোও উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির মাওলানা মোঃ নাজমুল হক, নায়েবে আমির বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ রেজাউল করিম বাবলু, উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক আবদুল্লাহ আল মুস্তাফিধ নাসিম, আইন বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল হক প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ঐতিহাসিক বদর দিবসের বড় শিক্ষা হলো ইকামতে দ্বীন।কারন বদরের প্রান্তরে যদি মুসলমানদের বিজয় না হতো তাহলে নামাজ রোজা হজ্ব যাকাত পালন করতে পারতাম না কাফেরদের তাবেদারি করতে হতো। অনুরূপভাবে আমরা যদি বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে পারি কোরআনের সংবিধান অনুযায়ী দেশ পরিচালিত হয় তাহলে দেশে এমন অস্থিরতা থাকবে না অর্থ্যাৎ চুরি, ডাকাতি, চাঁদাবাজি টেন্ডারবাজি হর্ত্যা ধর্ষণ বন্ধ হয়ে যেত। তিনি সকলকে রমজানের শিক্ষায় তাকওয়া অর্জন করে জীবন পরিচালনা এবং বদরের শিক্ষা নিয়ে একামতে দ্বীন প্রতিষ্ঠা করার উদাত্ত্ব আহবান জানান।
