তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি।
বালিজুরি ইউনিয়নের মাহতাবপুর গ্রামের বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক ন্যায় পরায়ন ব্যাক্তি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জনাব আজাদ হোসাইন নিজস্ব অর্থায়নে জনগনের চলাচলের জন্য মাটি কেটে নতুন রাস্তা নির্মান করে দিলেন।
সোমবার দুপুরে মাহতাবপুর গ্রাম হতে বাদাঘাট যাওযার রাস্তা, বড়খলা হতে কান্দাপাড়া যাওয়ার রাস্তা, বড়খলা হতে সুনামগঞ্জ যাওয়ার রাস্তার উপরে ব্রিজ নির্মান কাজের উদ্বোধন করেন হাজার মানুষের নয়নের মনি অসহায় মানুষের একমাত্র আশারস্থল আগামী দিনে অত্র ইউনিয়নের অভিভাবক জনাব আজাদ হোসাইন। রাস্তা এবং ব্রীজ উদ্বোধন কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন এলাকার সাধারন জনগন, ও এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ।
স্থানীয় এলাকাবাসী বলেন, দীর্ঘদিন ধরে এই রাস্তার অবস্থা খারাপ থাকায় বালিজুরি ইউনিয়নের হাজার হাজার মানুষ বাদাঘাট যেতে হতো অনেক কষ্ট করে।জনাব আজাদ হোসাইন রাস্তাটি নির্মান করে দেওয়ার ফলে এই এলাকার জনগন সহযেই বাদাঘাট যাতাযাত করতে পারবে। দির্ঘদিন পরে হলেও এই জনপদের মানুষের কষ্ট লাগবের জন্য একজন মানবতার সেবকের আভির্বাব হওয়াতে এলাকায় বইছে আনন্দের হাওয়া।এলাকার সর্বস্তরের জনতা জনাব আজাদ হোসাইনের এমন মহানুভবতাকে স্বাগত জানিয়েছেন।দক্ষিণকুল গ্রামের কৃষক জনাব ফখরুদ্দিন বলেন যুগ যুগ দরে আমরা অবহেলিত ভোটের সময় এলে আমাদেরকে উন্নয়নের কথা বলে ভোট নিয়ে যায় চেয়ারম্যান হবার পরে আমাদের আর খবর নেয়না। এবারের নির্বাচনে আমাদের সন্তান আমাদের ভাই জনাব আজাদ হোসাইন নির্বাচনের পরে নয়, নিজ অর্থায়নে নির্বাচনের আগেই আমাদের যাতায়াতের জন্য রাস্তা নির্মান করে দিচ্ছেন, আমাদের কর্মস্থানের ব্যাবস্থা করে দিচ্ছেন, আমরা এখন দ্রুত সময়ের মধ্যে বাদাঘাট যাতায়াত করতে পারব, এবার আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে আর কেউ ভোট নিতে পারবেনা, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এবার জনতার আজাদকে বিপুল ভোটে বিজয়ী করে জনগনের উন্নয়নের কথা বলার জন্য সুযোগ করে দেব সাধারন ভোটাররা।জনতার চেয়ারম্যান জনাব আজাদ হোসাইন বলেন আমি জনগনের সেবক হয়ে থাকতে চাই, আমি এই ইউনিয়নের জনগনের জন্য রাস্তাঘাট নির্মান করা সহ নাগরিকদের সকল সুযোগ সুবিদা তাদের দৌড়গোড়ায় পৌছে দেব।আমি এই ইউনিয়ন কে একটি আধুনিক ডিজিটাল ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তুলব, আমার চাওয়া পাওয়া সবকিছু জনগনকে নিয়ে। আমার বিশ্বাস প্রিয় জনগন আগামী ৭ তারিখে তাদের প্রিয় আমানত একটি ভোটের মাধ্যমে তাদের যোগ্য প্রতিনিধি বাছাই করবেন।