ভোলা বোরহানউদ্দিন প্রতিনিধিঃ
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার UITRCE এর উদ্যোগে উপজেলা শিক্ষা অফিস হল রুমে ২০২১-২২ অর্থ বছরে ৫ম ব্যাচের শিক্ষকদের ৬ দিন ব্যাপি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ সাইফুর রহমান।
সোমবার ১৭ জানুয়ারি দুপুরে বোরহানউদ্দিন উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যানবেইসে কম্পিউটার হল রুমে জনাব মোঃ বিল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য পেশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ সাইফুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা ব্যানবেইস এর সহকারি প্রোগ্রামার মোঃ বিল্লাল হোসেন, প্রশিক্ষক মোঃ বিল্লাল হোসেন, সহকারি প্রোগ্রামার,আব্দুল হান্নান,সহকারি শিক্ষক,বিকেবি মাঃ বিঃ, রাবেয়া আক্তার, লেকচারার মহিলা কলেজ,বিশ্বজিৎ দে সহকারি শিক্ষক কুতুবা মাঃ বিঃ, সহ বোরহানউদ্দিনের বিভিন্ন প্রতষ্ঠানের শিক্ষক/ শিক্ষিকা বৃন্দ, প্রমুখ।