সুজন আলী রাণীশংকৈল, প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে খাদ্য অধিদপ্তরের আয়োজনে (২০ জানুয়ারি) বৃহস্পতিবার রাণীশংকৈল পৌর-সভায় বিশেষ ও এম এস এর একই সময়ে ৩টি পয়েন্টে চাল ও আটা বিতরণের শুভ উদ্ভোধন করেন মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, আঃলীগ সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক,খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সাইফুল ইসলাম, উপ-সহকারী খাদ্য কর্মকর্তা নবাব আলী, প্যানেল মেয়র মতিউর রহমান, কাউন্সিলর ইসাহাক আলী, রুহুল আমিন,সহকারী মৎস কর্মকর্তা আঃ জলিল সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন৷
উল্ল্যেখ্য যে, পৌর সভার মধ্যে এ কর্মসুচী চালু করা হয়। মাথাপিছু সর্বোচ্চ ৫ কেজি চাল ৩০ টাকা কেজিতে এবং আটা ১৮ টাকা কেজি দরে ২ কেজি করে দেওয়ার নির্দশনা দিয়েছেন।
এ বিষয়ে পৌর মেয়র আলহাজ মোস্তাফিজ বলেন খাদ্যের মৃল্য বেড়ে যাওয়ার কারনে সরকারের নির্দেশে এ কার্যক্রম চালু হয়েছে সরকার যতক্ষণ পর্যন্ত বন্ধ না করার নির্দেশ দেবে ততক্ষন পর্যন্ত এ কার্যক্রম চলবে।