মোঃ আসাদুজ্জমান আপেল পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় ঃ হিম বাতাস ও তীব্র ঠান্ডায় পঞ্চগড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হিম বাতাসের কারণে ঠান্ডার তীব্রতা বৃদ্ধি পেয়েছে। ঠান্ডায় লোকজন কাহিল হয়ে পড়েছে। ঠান্ডায় অনেক দরিদ্র ও নিম্ন আয়ের লোকজন বাড়ি থেকে বের হতে না পারায় কাজে যোগ দিতে পারছে না। শীত বস্ত্রের অভাবে কাজে যেতে না পারায় তারা পড়েছে চরম বিপাকে।
আজ সোমবার (২৪ জানুয়ারী) সকাল ৯ টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ০ ডিগ্রী সেলসিয়াস।
এদিকে ভোরে কুয়াশা থাকায় পঞ্চগড়ের সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলো চলাচল করতে দেখা গেছে। শীত বস্ত্রের অভাবে অনেক দরিদ্র ও নিম্ন আয়ের লোকজন রাস্তার পাশে খড়—কুটো জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা করছে।
বিকেল হতেই বইছে হিম বাতাস সেই সাথে বাড়ছে তীব্র ঠান্ডা। সন্ধ্যা নামতেই মানুষজন বাজারের প্রয়োজনীয় কাজ শেরে বাড়িতে ফিরে যাচ্ছে।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকতার্ মোঃ রাসেল শাহ জানিয়েছেন,পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গত কয়েকদিন থেকে তাপমাত্রা উঠা—নামা করছে। গত রোববার (২৩ জানুয়ারী) সকাল ৯ টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৩ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস।
আজ সোমবার (২৪ জানুয়ারী) সকাল ৯ টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ০ ডিগ্রী সেলসিয়াস।
২৪/১/২০২২