লিপন খান, কিশোরগঞ্জ প্রতিনিধি ঃ
মটরসাইকেল চুরি রোধে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের পক্ষ থেকে জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার সকালে জেলা শহরের বটতলা,মেডিল্যাব হেলথ সেন্টার,গৌরাঙ্গবাজার, পুরানথানা এলাকায় এসব লিফলেট বিতরণ করা হয়।ডিজিটাল ডিভাইস ব্যাবহারের মাধ্যমে মটরসাইকেল, বাড়ি,অফিস এ চুরি রোধ সম্ভব।তাই এ ডিভাইস এর কার্যকারীতা সম্পর্কে সবাইকে সচেতন করে ব্যাবহারে উদ্বুদ্ধ করতে এ উদ্যোগ নেয়া হয়।এ সময় কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দাউদ,পুলিশ পরিদর্শক (তদন্ত) মো:মোখলেছুর রহমান,পুলিশ পরিদর্শক (অপারেশন) তরিকুল ইসলাম,পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স এন্ড সিপি) মোবারক হোসেন সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ দাউদ বলেন,ডিজিটাল ডিভাইসের মাধ্যমে সব ধরনের চুরি রোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেছি।যাতে সবাই সচেতন হয়ে ডিজিটাল ডিভাইস ব্যাবহার করে।তাহলে সবার মূল্যবান সম্পদ এর কোন ক্ষতি হবে না।আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে’।এ সময় উপস্থিত ছিলেন দৈনিক যায়যায়দিনের জেলা প্রতিনিধি আশরাফ আলী,দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম তুষার,দৈনিক ঢাকা প্রতিদিন ও গৃহকোণ জেলা প্রতিনিধি রাজিবুল হক সিদ্দিকী,বিভিসি বাংলা টিভির কামরুজ্জামান রাসেল,বিডি চ্যানেল ফোরের ফরহাদ ইসলাম,আলোকিত সকালের জেলা প্রতিনিধি মাহবুব আলম প্রমুখ।