পঞ্চগড় প্রতিনিধি “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”—এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের মতো পঞ্চগড়েও পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও বিআরটিএ পঞ্চগড় সার্কেলের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এস. এম. ইমাম রাজী টুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বিআরটিএ পঞ্চগড় সার্কেলের মোটরযান পরিদর্শক হিমাদ্রি ঘটক, সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোতাহার হোসেন এবং ট্রাক-ট্যাংকলরি মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে বৈধ মালিকানা ও ড্রাইভিং লাইসেন্সধারী ১০ জন মোটরসাইকেলচালককে মানসম্মত হেলমেট উপহার দেন বিআরটিএ কর্তৃপক্ষ।