লিপন খান, কিশোরগঞ্জ প্রতিনিধি ঃ
গত শনিবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার সেনুয়া ইউনিয়নে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুষ্কৃতিকারীদের হামলার শিকার হয় স্থানীয় সাংবাদিকরা।এ ঘটনার প্রতিবাদে কিশোরগঞ্জে মানবন্ধন করেছে কিশোরগঞ্জ প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন।মঙ্গলবার সকালে জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন এর আহবায়ক যায়যায়দিনের জেলা প্রতিনিধি আশরাফ আলী।সংগঠনের সদস্য সচিব আমার সংবাদ এর জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম তুষারের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন এটিএন বাংলার জেলা প্রতিনিধি সাইফুল মালেক চৌধুরি, জিটিভির জেলা প্রতিনিধি সোহেল চৌধুরি,বিডি চ্যানেল ফোরের প্রধান সম্পাদক আহমাদ ফরিদ,মর্নিং গ্লোরির জেলা প্রতিনিধি ফাইজুল হক গোলাপ,দীপ্ত টিভির জেলা প্রতিনিধি সামসুল আলম সেলিম,রুপান্তর টিভির জেলা প্রতিনিধি কাওসার আহমের টিটু,
আলোচিত কন্ঠের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান খান লিপন,কালের নতুন সংবাদের সম্পাদক খাইরুল ইসলাম,প্রভাতীর খবরের জেলা প্রতিনিধি এনামুল হক সেলিম ,শতাব্দীর কন্ঠের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান আসাদ,ঢাকার ডাকের জেলা প্রতিনিধি মস্তুফা শাওন,সাপ্তাহিক শরুক এর নির্বাহী সম্পাদক সাইফুল্লাহ সাইফ,শতাব্দীর কন্ঠের আবুল কাশেম,ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি রাজিবুল হক সিদ্দিকী রকি,আজকের আলোকিত সকালের জেলা প্রতিনিধি মাহবুব আলম,বিশ্ব মানকচিত্রের জেলা প্রতিনিধি মাসুদ,করিমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আজিজুল হক কামাল,ছাত্রনেতা রায়হান উদ্দিন,জুবায়ের ইসলাম পাপ্পু,আশিকুর রহমান শুভ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানান।বক্তারা বলেন, সাংবাদিকরা দেশ ও সমাজের মানুষের খুব কাছে থেকে কাজ করেন।তাদের ওপর হামলা গণতন্ত্রের ওপর হামলার শামিল। অবিলম্বে হামলা ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানান তারা।
সর্ম্পকিত খবর সমূহ..
September 7, 2024