শফিকুর রহমান, মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে অবৈধ কারেন্ট জাল দিয়ে জাটকা মাছ শিকার করার অপরাধে ৬ জেলেকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত মঙ্গলবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বাঘড়া এলাকার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে মুন্সীগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শামশুল করিমের নেতৃত্বে অভিযান চালিয়ে অসাধু জেলে ও কারেন্ট জাল আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ব্যারিস্টার সজীব আহমেদ প্রত্যেক জেলেকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক, সহকারী মৎস্য কর্মকর্তা আজিজুল ইসলাম, বাঘড়া পুলিশ ক্যাম্পের পুলিশ ও আনসার সদস্যগণ।
মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক জানান, অবৈধভাবে কারেন্ট জালে জাটকা নিধনের অপরাধে ৬ জেলেকে আর্থিক জরিমানা করা হয়েছে। জব্দকৃত ১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। মৎস্য অভিযান অব্যাহত থাকবে।
শ্রীনগর,মুন্সীগঞ্জ
০২/০১/২২ইং