ইয়াছিন মোল্লা (সোনারগাঁও প্রতিনিধি)ঃ- শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহসিন কবিরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের নবনির্বাচিত অফিসার্স কাউন্সিলের সদস্যরা।উল্লেখ্য গতকাল, উৎসবমুখর পরিবেশে ঢাবি অধিভুক্ত সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে অফিসার কাউন্সিলর কার্যনির্বাহী কমিটি ২০২২-এর নির্বাচন সম্পন্ন হয়েছে।১ জানুয়ারি২০২২ এই নির্বাচন সম্পন্ন হয় এবং ১ ফেব্রুয়ারী ২০২২ দ্বায়িত্ব হস্তান্তর করা হয়।
এতে পদাধিকারী বলে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ মো. মোহসিন কবির।
কমিটিতে সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আরশাদ হোসেন চৌধুরী, যুগ্ম-সম্পাদক হিসেবে হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জনাব এইচ এম শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ হিসেবে ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক এ.এম.এম. মেহেদী হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক জনাব ঈশরাত জাহান নুর নির্বাচিত হয়েছেন।
এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ইংরেজী বিভাগের অধ্যাপক জনাব মো. এবাদুল হক ভুইঞা, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক জনাব আব্দুল কুদ্দুছ চৌধুরী, ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক জনাব ফারুকুল ইসলাম এবং হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব শাহনাজ।
এ সময় নবনির্বাচিত সম্পাদক ড. মো: আরসাদ হোসেন বলেন, কলেজ প্রশাসন ও শিক্ষকদের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে কলেজের শিক্ষার উন্নয়নে কাজ করার পাশাপাশি শিক্ষকদের বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করা সহ অসুবিধা দূরীকরনের লক্ষ্য কাজ করে যাব, ইনশাআল্লাহ।
বিজয়ীদের উদ্দেশ্যে সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোহসিন কবির নবনিযুক্ত কমিটির সদস্যদের স্বাগত ও অভিনন্দন জানিয়ে বলেন, ‘তাদের প্রতি প্রত্যাশা থাকবে, ছাত্র-শিক্ষক ও প্রশাসনের সাথে সমন্বয় রেখে সোহরাওয়ার্দী কলেজকে এগিয়ে নিতে কাজ করবেন।’