কুষ্টিয়া কল্যাণপুর চরদিয়ার পাক দরবার শরীফকে রিসোর্ট বা বিনোদন কেন্দ্রে পরিণতকরন ধর্মীয় অবক্ষয়।
জাহাঙ্গীর খাঁন সিনিয়র রিপোর্টারঃ হালে কুষ্টিয়ার কল্যানপুর চরদিয়ার পাক দরবার শরীফের উপর অত্যাচার করা হচ্ছে। দরবার শরীফে নামাজ ঘর, জেনারেটর কক্ষ, হুজুর এর বসত বাড়ি, উঠান, নারীদের জন্য বিশাল একটি সংরক্ষিত এলাকা, গবাদি পশু রাখার স্থান, রান্না করার স্থান, ওযু করার স্থান ব্রিজ ও রাস্তা, সুরম্য গেট, নানা কারুকাজ, সাজানো গোছানো এলাকা নদী বা খাল দ্বারা বিভক্ত, এপারেও সৈয়দ তাছের আহাম্মেদ এর ব্যক্তি মালিকানা ও ওয়াকফকৃত সম্পত্তি ওপারেও এছাড়াও আছে দাতব্য চিকিৎসালয় যা কল্যনপুরে অবস্থিত। আশেপাশে বিভিন্ন লোকজনের ফসলী জমি। প্রতিদিনই দরবারে চুরি হচ্ছে। টিনের চাল উদ্ধার করেছে পুলিশ। দরবারে অগ্নি সংযোগ করা হয়েছে। লুটতরাজ হয়েছে। ব্যাপক ক্ষত চিহ্ন নিয়ে আল্লাহর রহমতে দরবার শরীফ এখনো বর্তমান রয়েছে। এসবই একটা অবক্ষয়ের কারনে করা হচ্ছে। ইসলাম কারো সম্পত্তির উপর আঘাত সমর্থন করে না। ধর্মীয় আবেশের আধ্যাত্মিকতার লালনের স্থল খানকাহ শরিফ। খানকাহ শরিফ নতুন বা গায়েবি কোন বিষয় নয়। যুগে যুগে আছে থাকবে। এখানে সৈয়দ তাছের আহাম্মেদ এর ভক্তির আধার তার পীর সাহেবের জন্য একটি কক্ষ আরবি ও বাংলায় লেখা আল্লাহু ও মুহাম্মদ সাঃ এর নাম পবিত্রতার প্রতিক।