নিজস্ব প্রতিবেদক,
সিলেটের গোয়াইনঘাট সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) প্রবাস কুমার সিংহ সকল ক্যাটাগরিতে পঞ্চম বারের মতো সিলেট জেলার শ্রেষ্ঠ সার্কেলের পুরস্কার পেয়েছেন এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন গোয়াইনঘাট থানার সুযোগ্য অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব। পাশাপাশি ওসি তদন্ত উমর ফারুক মোড়ল ও শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন থানার এসআই মতিউর রহমান। বৃহস্পতিবার (৩জানুয়ারী) সকাল ১০টায় সিলেট জেলা পুলিশের আয়োজনে সিলেট পুলিশ লাইনস্থ হলরুমে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে জেলার শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এবং অফিসার ইনচার্জ (তদন্ত) ও শ্রেষ্ঠ এসআই সম্মাননা পুরষ্কার প্রদান করা হয়। সিলেট জেলা পুলিশ কর্তৃক আয়োজিত মাসিক কল্যাণ সভায় সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম সিলেট জেলার শ্রেষ্ঠ সার্কেল হিসেবে গোয়াইনঘাট সার্কেলের এএসপি প্রবাস কুমার সিংহ ও শ্রেষ্ঠ অফিসার্স ইনচার্জ হিসেবে পরিমল চন্দ্র দেব এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ তদন্ত উমর ফারুক মোড়ল এবং এসআই হিসেবে গোয়াইনঘাট থানার এসআই মতিউর রহমানকে সম্মাননা প্রদান করেন।গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, দেশব্যাপী এই অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অপরাধ পর্যালোচনায় আবারও টিম গোয়াইনঘাট সিলেট জেলার মধ্যে সকল ক্যাটাগরিতে তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। সম্মাননা পুরষ্কার বিষয়ে কথা হলে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব জানান, জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে আমি নাম মাত্র থাকলেও এর পেছনে গোয়াইনঘাট উপজেলারবাসীর অনন্য অবদান রয়েছে। সর্বস্থরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা আর আইনি সহায়তার কারণে সিলেটের সূ-যোগ্য পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম মহোদয় আমাকে নির্বাচিত করেছেন। এ জন্য পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএমসহ সংশ্লিষ্ট সকল উর্দতন কর্তৃপক্ষকে গোয়াইনঘাট উপজেলাবাসী তথা আমার ব্যাক্তিগত তরফ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি চলমান সময়ের ন্যায় আগামী দিনেও গোয়াইনঘাটবাসীর ঐকান্তিকতা এবং সহযোগিতা অব্যাহত থাকবে।