সুজন আলী, রানীশংকৈল প্রতিনিধি::
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৪ফেব্রুয়ারি শুক্রবার মধ্যরাত থেকে মাঝারি বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় ফসল সহ বসতির ব্যাপক ক্ষতি হয়েছে। বাধাগ্রস্ত হয়েছে কৃষিকাজ। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বিশেষ করে সাধারণ দিনমুজুর ও কৃষি কাজে নিয়োজিত শ্রমিকদের উপর এর প্রভাব বেশি পড়েছে বৃষ্টি ও ঝড়ের কারণে তারা কাজে যেতে পারছেনা প্রাণীকূলেও এর প্রভাব পরছে । উপজেলায় বিভিন্ন ফসলের ও ঘড়বাড়ী ক্ষতি হয়েছে। গম ক্ষেত ঝড়ো বাতাসের কারণে মাটিতে নুইয়ে পড়েছে।ভুট্টা ক্ষেত বাতাসে ভেঙ্গে পড়েছে। আলু ক্ষেতে বৃষ্টির পানি জমেছে।মাঠে কাজ করতে দেখা যায়নি কোন শ্রমিককে৷ এছাড়াও সরিষা,ভূট্টা সহ সব ফসলই বৃষ্টি ও দমকা হাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও দেখা যায়,দমকা হাওয়ায় উড়ে গেছে দরিদ্র মানুষের টিন চাতাইয়ের ঘর৷সেগুলো মেরামত করছেন মানুষ জন।ভান্ডারা গ্রামের কৃষক কামাল জানান, এবারে ৫ বিঘা জমিতে গমের আবাদ করেছেন তিনি।তার গম দানা বাঁধতে শুরু করেছে। কিন্তু গত মধ্যরাতের মাঝারি বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে তার গমের ব্যপক ক্ষতি হয়েছে।গম মাটিতে নুইয়ে পড়েছে।স্থানীয় আলুচাষি আক্তারুল বলেন,৫বিঘা মাটিতে আলু উৎপাদন করেছি।আজ আলু উত্তোলনের কথা ছিলো। এখন বৃষ্টির কারণে কাজ বন্ধ রয়েছে। দিনমজুর সানোয়ার বলেন,আলুর কাজে এসেছিলাম। দেখি আলু ক্ষেতে বৃষ্টির পানি জমে গেছে। তাই কাজ বন্ধ। তাই বাড়ি ফিরে যাচ্ছি। মানিকের ঘরও দমকা হাওয়ায় উড়ে গেছে, তিনি ঘর মেরামত করছেন। এসময় তিনি বলেন,কয়েকদিন আগে এনজিও থেকে লোন নিয়ে টিনের ঘরটি বানিয়েছি।বাতাসে টিন উড়ে গেছে। সেগুলো আবার কুড়িয়ে এনে ঘর মেরামত করছি।