তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাগরিক সমর্থীত প্রার্থীর নির্বাচনী অফিসে ভাংচুর ও হামলায় মহিলা সহ ৩ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার সন্ধ্যা ৬টায় বালিজুরী ইউনিয়নের বড়খলা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
হামলায় আহতরা হলেন বড়খলা গ্রামের দিগেন্দ্র বর্মন এর পুত্র জিতেন্দ্র বর্মন (২৫), মনমন বর্মন এর পুত্র ঝন্টু বর্মন (৩২) ও একই গ্রামের
মাইনউদ্দিন এর স্ত্রী আহত হয়।
হামলায় আহত ঝন্টু বর্মন বলেন, নৌকার চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের লোকজন আমাদের অফিসে এসে হঠাৎ করে হামলা চালায়। এতে আমি সহ আরো ২ জন আহত হয়। হামলাকারীরা যাওয়ার সময় নৌকায় ভোট না দিলে আমাদের পা কেটে ফেলার হুমকি দিয়ে যায়। আমরা বর্তমানে নিরাপত্তাহীনতায় আছি।
নাগরিক সমর্থীত চেয়ারম্যান প্রার্থী আজাদ হোসেন বলেন, আমি আমার কর্মীদের নিয়ে নির্বাচনী এলাকায় আলোচনায় ব্যাস্ত ছিলাম। সন্ধ্যায় খবর পাই নৌকার প্রার্থী আতাউর রহমান এর কয়েকজন সমর্থক আমাদের বড়খলা গ্রামের নির্বাচনী অফিসে অতর্কিত হামলা চালায় এবং ভাংচুর করে, এতে মহিলা সহ ৩ জন আহত হন। আমি বিষয়টি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে অবগত করেছি।
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আতাউর রহমান এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এ বিষয়ে কোনো কথা বলব না।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার বলেন, অফিসে হামলার অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।