স্টাফ রিপোর্টার নয়ন ঘোষ
৩রা ফেব্রুয়ারি ২২ ইং তারিখে মৌচাক গ্রুপের মাসিক মিটিং
প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সে সময় উপস্থিতি ছিলেন,প্রতিষ্টানকে অন্যমাত্রায় পৌছাতে নিজের পরিকল্পনা বাস্তবায়নে একের এক সিদ্ধান্ত বাস্তবায়নে অন্যন্য ভুমিকা পালন করে যাচ্ছেন, পরিচালক মো, ইফতেখার আলম অডিট অফিসার মনিরুল ইসলাম ,বেশকিছু গন্যমাণ্য ব্যক্তিবর্গ।
আকর্ষিক ভাবে উপস্থিত হয় শিবগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক সাইফুল ইসলামসহ নেতৃত্বে একটিদল। বিশেষ কাজে ঢাকায় থাকায় মিটিংয়ে অনুপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কর্ণধার মোঃ শাহ আলম স্যার। তবে তিনি সার্বিক কার্যক্রম ওয়েব ক্যামেরায় পর্যবেক্ষণ করছিলেন।
মিটিংয়ে যেসব সিদ্ধান্ত গ্রহন করা হয়।
স্বচ্ছতার বিষয়ে পরিস্কার ধারনা ও নির্দেশনা
নতুন কর্মচারী নিয়োগ।
অফিসারদের পদায়ন -> পদায়ন প্রাপ্তরা হলেন
ওমরা অবায়দুর রহমান সুমন-
শিবগঞ্জ শাখা ব্যবস্থাপককে এরিয়া ম্যানেজার পদে
মোঃ রকিবুল ইসলাম ভারপ্রাপ্ত থেকে ম্যানেজার শাহাপাড়া শাখা অফিস।
মোঃ হাবিবুর রহমান ভারপ্রাপ্ত থেকে ক্যাশিয়ার পদে
আঃ সাত্তার ফিল্ড অফিসার থেকে ভারপ্রাপ্ত ক্যাসিয়ার পদে,নতুন কর্মস্থল- তেলকুপি শাখা
মোঃ আমানুল্লাহ ফিল্ড অফিসার হতে ভারপ্রাপ্ত ক্যাসিয়ার পদে আট রশিয়া শাখা।
এছাড়াও আগামী মিটিংয়ের আগ পর্যন্ত মনাকষা শাখার অফিসার মোঃ সুজন এবং আল আমিন হোসেন কে পদায়নের সিদ্ধান্ত রয়েছে তবে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে নিজের অবস্থান নিশ্চিত করতে হবে।
অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সুপারিশ
অথিতিদের মাঝে বক্তব্য প্রদান করেন।
দুপুরের ভোজনের আয়োজন করা হয়।
অনিয়মের বিরুদ্ধে শতর্কতা করা হয়। বকেয়া উত্তোলন
আগামী মাসে বিনিয়োগ প্রদানের লক্ষ্য নির্মান ও
শপথ গ্রহণ করেন।