মোঃ মজিবর রহমান শেখ,, ঠাকুরগাঁও জেলার “টাঙ্গন ব্যারেজ, বুড়ি বাঁধ ও ভুল্লি বাঁধ সেচ প্রকল্পের পুনর্বাসন, নদীতীর সংরক্ষণ ও সম্মিলিত পানি নিয়ন্ত্রণ অবকাঠামো নির্মাণ” শীর্ষক প্রকল্প উদ্বোধন করা হয়। ৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কামরুন নাহারের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথি রংপুর বাপাউবো, উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী মুহাম্মদ আমিরুল হক ভূঞা, ঠাকুরগাঁও বাপাউবো তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিবালক মো: মুখলেসুর রহমান, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ঠাকুরগাঁও বাপাউবোর নির্বাহী প্রকৌশলী মো: রবিউল ইসলাম, ঠাকুরগাঁও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, প্রেস কাবের সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও জেলা আ’লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও ঠাকুরগাঁও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, সাংবাদিক কামরুল ইসলাম রুবায়েত প্রমুখ। ঠাকুরগাঁও জেলার “টাঙ্গন ব্যারেজ, বুড়ি বাঁধ ও ভুল্লি বাঁধ সেচ প্রকল্পের পুনর্বাসন, নদীতীর সংরক্ষণ ও সম্মিলিত পানি নিয়ন্ত্রণ অবকাঠামো নির্মাণ” শীর্ষক প্রকল্পটিতে ব্যয় ধরা হয়েছে ২৯৬ দশমিক ৩৬ কোটি টাকা। ১লা জুলাই ২০২১ থেকে ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত মেয়াদ ধরা হয়েছে। এর মধ্যে ৩৬টি প্যাকেজেটর মধ্যে কাজটি সমাপ্ত করা হবে বলে জানান কর্মকর্তারা।