কিশোরগন্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরের পৌরসভার ৭ নং ওয়ার্ড দোয়ারিয়ায় মুক্তিযোদ্ধা মহি উদ্দিনের বাড়ির দক্ষিন পাশ থেকে শুরু করে সাবেক মতি মিয়া চেয়ারম্যানের বাড়ির পাশ দিয়ে কবুতের কান্দি এয়াকুব মিয়ার বাড়ির মসজিদ পর্যন্ত রাস্তাটি সরকারি রেকর্ডে আছে কিন্তু বাস্তবায়নে নেই। ৭ ফেব্রুয়ারি সরেজমিনে দেখা যায়,দীর্ঘদিন যাবৎ রাস্তাটি সংস্কারের অভাবে জন চলাচলের অনুপযোগি হয়ে আছে। স্থানীয়দের দাবি রাস্তাটি অতি শিঘ্রই পুণঃনির্মান করে জন চলাচলের উপযোগি করা হলে ৭ নং ওয়ার্ডের জনগনের যাতায়াতের অনেক সুবিধা হবে। মুক্তিযোদ্ধা মহি উদ্দন বলেন,একটা সময় এ রাস্তা জনচলাচলের উপযোগি ছিল কিন্তু কালের বিবর্তনে এখন এই রাস্তাটি অনেক সরু হয়ে যাওয়ার চলাচলের অনুপযোগি হয়ে গেছে। রাস্তাটি সংস্কার করা হলে এলাকাবাসি উপকার পায়। এলাকার বর্তমান কাউন্সিলর জামাল মিয়া জানান, রাস্তাটির কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। রাস্তাটি সংস্কার হলে এ এলাকার জনগন উপকৃত হবে। পৌর মেয়র সৈয়দ হাসান সারোয়ার মহসিন এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,এটা টিআর দিয়ে দিব।টিআর দিয়ে মাটি ভারাটের কাজ শুরু হবে।