লিপন খান, কিশোরগঞ্জ প্রতিনিধি ঃ কিশোরগঞ্জ সদর উপজেলার কলাপাতা এলাকার কৃষক আহম্মদ আলী আদালতের রায় পেয়েও জমি ফেরত পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। কিশোরগঞ্জ জেলা শহরের কালীবাড়ি মার্কেটে প্রিন্ট মিডিয়া এসোসিয়েশনের কার্যালয়ে শনিবার দুপুরে (১২ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিরীহ কৃষক আহাম্মদ আলী। তিনি জানান, তার পৈতৃক ভূমিতে বসবাসরত অবস্থায় তার চাষাবাদের জমিতে হঠাৎ করে পরিকল্পিতভাবে বাধা সৃষ্টি করে।সে বাধা এলাকার গণ্যমান্য, ইউনিয়ন পরিষদ ও থানা পুলিশে শেষ না হলে আদালতে গড়ায়। আদালতের সুচিন্তিত রায়ে নিম্ন আদালত, জজ কোর্ট ও হাইকোর্টে কৃষকের পক্ষে রায় আসে। এতে আরও চটে যায় প্রতিপক্ষরা। তারা সন্ত্রাসী ও উগ্রপন্থি হওয়ায় আদালতের রায় ডিগ্রি থাকা সত্বেও নিজ বাড়িতে অরক্ষিতভাবে বসবাস করছেন আতঙ্কের মধ্যে। তিনি আরো বলেন, প্রতিপক্ষ আঃ ছোবান গং আমাকে বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করে আসছে। এক পর্যায়ে আমার বাড়িতে ও আমার পৈতৃক ভূমিতে অংশীদার দাবী করলে আদালতে একটি মামলা দায়ের করি। মামলায় নিম্ন আদালত ২০০১ সনে আমার পক্ষে রায় দেয়। প্রতিপক্ষ জজকোর্টে আপীল করলে পুণরায় ২০০৪ সনে আমার পক্ষে রায় আসে। প্রতিপক্ষ হাইকোর্টে সিভিল রিভিশন দায়ের করলে পুণরায় ২০১৫ সনে আমার পক্ষে রায় আসে। এরই মধ্যে জোর পূর্বক আমার দখলকৃত পৈতৃক ভূমি দখল করলে প্রতিপক্ষের বিরুদ্ধে ভায়োলেশন মোকদ্দমা দায়ের করি। বর্তমানে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান। এমতাবস্থায় আমাকে জোর পূর্বকভাবে আপোষ মিমাংসা করার জন্য অপকৌশল ব্যবহার করে আমাকে ও আমার পরিবারকে বিভিন্ন ধরণের হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে। আমি নিরুপায় হয়ে কয়েকবার মামলা করেও কোন প্রতিকার না পেয়ে আপনাদের মাধ্যমে প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তাদেরকে অবগত করতে চাই।
সর্ম্পকিত খবর সমূহ.
November 23, 2024