মোঃ মুশফিক হাওলাদার বিশেষ প্রতিবেদকঃ ১৩ ফেব্রুয়ারি ২০২২ তারিখে প্রকাশিত এইচএসসি ফলাফলে ভোলার তজুমদ্দিন উপজেলা কেন্দ্রে ৫ টি কলেজের মধ্যে শম্ভুপুর শাহে আলম মডেল কলেজ প্রথম স্থান অর্জন করেছে। ২০২১ সালের এ ব্যাচে তজুমদ্দিন কেন্দ্রে মোট ৮০২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। শাহে আলম মডেল কলেজ থেকে এ বছর ১৫৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১৫৭ জন কৃতকার্য হয়। ৮টি জিপিএ ৫, ৭৩ জন এ গ্রেড বাকীরা এ মাইনাস ও বি গ্রেড পেয়ে উত্তীর্ন হয়। এ কলেজে এ বছর পাশের হার ৯৯.৩৭%। প্রতিষ্ঠানের অভূতপূর্ব এ ফলাফলে সন্তোষ প্রকাশ করে কলেজের অধ্যক্ষ মুঈনুদ্দীন হাওলাদার বলেন, আমি সহ আমার শিক্ষক মন্ডলী সর্বদাই শিক্ষার্থীদের গুনগত শিক্ষার বিষয়ে সর্বোচ্চ যত্ন নিয়ে থাকি। তিনি আরো বলেন প্রত্যেক সেশনে আমরা সবল, মাঝারী ও দূর্বল শিক্ষার্থী চিহ্নিত করে আলাদা গাইড শিক্ষকদের তত্ত্বাবধানে মনিটরিং করে থাকি, আমি আমার কলেজ পরিবারের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ফলাফল বিষয়ে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী মোঃ রাহাদ বলেন আমার ফলাফলে আমার পরিবার খুবই খুশি। আমাদের কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের দক্ষ ও মেধাবী শিক্ষক নিয়োগ পাওয়ায় তারা আমাদের দূর্বলতা চিহ্নিত করে সে অনুযায়ী শিক্ষাদান করেন ফলে আমরা পাঠ্য সহজেই পরিপূর্ণভাবে বুঝতে পেরেছি। কয়েক জন অভিভাবক বলেন, শাহে আলম কলেজ আমাদের সন্তানের নিয়মিত খবর নিতেন, এমনকি টেবিলে পড়তে বসেছে কীনা তারও মনিটরিং করতেন ফলে তাদের এ চমৎকার অর্জন।
সর্ম্পকিত খবর সমূহ..
August 26, 2024