করুনা সিন্ধু চৌধুরী বাবুল। তাহিরপুর প্রতিনিধি সুনামগন্জ। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বৃহত্তর শনির হাওরে বিভিন্ন ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন তাহিরপুর উপজেলার জননন্দিত সদা হাস্যউজ্জল সাদা মনের মানুষ সবার প্রিয় দাদা তাহিরপুর উপজেলার সুযোগ্য উপজেলা চেয়ারম্যান বাবু করূনা সিন্ধু চৌধুরী বাবুল। আজ ১৩ ই ফেব্রুয়ারি রোজ রবিবার দুপুরে তাহিরপুরের অদুরে শনিরহাওরের গুরুত্বপূর্ণ বাধ সদর ইউনিয়নের বীর নগর গ্রামের সামনের বাধ পরিদর্শন করেন। পরিদর্শনকালে সাথে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা প্রেশক্লাব সভাপতি ও মনিটরিং কমিটির সদস্য রমেন্দ্র নারায়ণ বৈশাখ, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান খেলু, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা ও কৃষক লীগের সদস্য সচিব ওয়াহিদুজ্জামান খসরূ,উপজেলা প্রেশক্লাব সহঃ সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা আবুল কাশেম, যুবলীগ নেতা তোফাজ্জল হোসেন, বীর মুক্তিযুদ্ধা বাঘা ভাই,নবনির্বাচিত ইউপি সদস্য সহ গ্রামের বিভিন্ন শ্রেনী পেসার মানুষ।পরিদর্শনে গিয়ে বাবু করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন আমি উন্নয়নে বিশ্বাসী, জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন করছেন আমি তার বার্তাটুকু মানুষের দোয়ারে দোয়ারে পৌছে দিচ্ছি। হাওরের বাধে কোন দরনের অনিয়ম সহ্য করা হবেনা, সে যত বড় মানুষেই হোক না কেন, কোন অনিয়ম হলে আমাকে জানাবেন আমি ব্যাবস্থা গ্রহন করবো।পরে এলাকার মানুষের দাবির প্রেক্ষিতে গ্রামের সামনের রাস্তার জন্য দুই লক্ষ টাকা বরাদ্দের প্রতিশ্রুতি দেন জনতার চেয়ারম্যান উন্নয়নের রুপকার বাবু করুনা সিন্ধু চৌধুরী বাবুল।