কুড়িগ্রামের চিলমারীতে পুলিশের হাতে ৫ জুয়ারু আটক হয়েছে। বুধবার সকালে আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার ( ১৫ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস,আই আব্দুর রহিম, এএসআই জিল্লুর রহমান, এএসআই রতন কুমার সংগীয় ফোস নিয়ে রমনা ইউনিয়নের জোড়গাছ নতুন বাজার এলাকা পরিচালনা করে ৫ জুয়ারুকে আটক সহ , ১৩৫২/- ( এক হাজার তিনশত বায়ান্ন টাকা) মাত্র ও দুই সেট তাস আলামত হিসাবে জব্দ করে। আটককৃতদের বিরুদ্ধে চিলমারী মডেল থানার মামলা নং-০৭, তাং-১৬/০২/২০২২ খিঃ ধারা-১৮৬৭ সালের জুয়া আইনের ৪, এর এজাহার নামীয় ও গ্রেফতারকৃত আসামী ১) মোঃ মিজু মিয়া (৩৯), পিতা-মৃত-মজিবর রহমান, সাং-সরকারবপাড়া, ২) মোঃ নুরুজ্জামান (২৬), পিতা-মোঃ আঃ রশিদ, সাং-খরখরিয়া, ৩) মোঃ রাশেদুল ইসলাম (৪৭), পিতা-মৃত-আকবর আলী, সাং-শরীফেরহাট, ৪) মোঃ ফিরোজ (৩৭), পিতা-মোঃ শাহজামাল, সাং-পশ্চিম খরখরিয়া, ৫) মোঃ হামিদুল ইসলাম(৫০), পিতা-মৃত-খমির শেখ, সাং-উত্তর খরখরিয়া, থানা-চিলমারী, জেলা-কুড়িগ্রাম, বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সর্ম্পকিত খবর সমূহ..
September 9, 2024